• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বুরকিনা ফাসোয় চার্চে বন্দুক হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৯
Attack on church kills at least 14 in Burkina Faso
ছবি সংগৃহীত

বুরকিনা ফাসোয় একটি চার্চের ভেতর বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। রোববার দেশটির পূর্বাঞ্চলীয় হানতোকোরায় এ ঘটনা ঘটেছে। হামলার শিকার ব্যক্তিরা চার্চে একটি সার্ভিসে অংশ নিয়েছিলেন।

বন্দুকধারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আর তাদের উদ্দেশ্যও স্পষ্ট নয়।

এদিকে ওই হামলার পর আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বন্দুক হামলায় আরও বহু লোক আহত হয়েছে।

একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বন্দুকধারী ব্যক্তিরা ‘বিশ্বাসী ধর্মযাজক ও শিশুদের’ ওপর এই হামলা চালিয়েছে।

গত অক্টোবরে একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছিল। ২০১৫ সাল থেকে বুরকিনা ফাসোয় জিহাদি হামলা বৃদ্ধি পেয়েছে। এর ফলে শত শত স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয় বুরকিনা ফাসোর কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত কয়েক বছরে দেশটিতে শত শত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসব হত্যাকাণ্ডের অধিকাংশই ঘটিয়েছে জিহাদি গ্রুপগুলো। এর ফলে সীমান্তবর্তী দেশ মালির সঙ্গে জাতিগত ও ধর্মীয় উত্তেজনা তৈরি হয়েছে বুরকিনা ফাসোর।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুরকিনা ফাসোতে নামাজের সময় মসজিদে হামলা, বহু নিহত
বুরকিনা ফাসোতে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৫
X
Fresh