• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পদত্যাগ করবেন ইরাকের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ নভেম্বর ২০১৯, ২১:০৪
ইরাক, আদিল আবদুল মাহদি
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন

ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন। দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভের দুই মাস পর তার কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের।

আবদুল মাহদি ৩১ অক্টোবর প্রথম পদত্যাগ করতে রাজি হন। একজন উত্তরসূরি তার দায়িত্ব পালন করবেন এই শর্তে পদত্যাগে রাজি হন তিনি। তার পদত্যাগ উদযাপনের জন্য বাগদাদের তাহরির স্কয়ারে আতশবাজি ফুটিয়েছে বিক্ষোভকারীরা।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমটি জানায়, ইরাকের দক্ষিণাঞ্চলীয় নজফ শহরে ইরানি কনস্যুলেটে বুধবার হামলার পর আবদুল মাহদির পদত্যাগের বিষয়টি সামনে এলো। তিনি বৃহস্পতিবার ৩১ জনের মৃত্যুর ঘটনাটি তদন্তের নির্দেশ দেন।

দেশটির ইন্ডিপেন্ডেন্ট হাইকমিশন ফর হিউম্যান রাইটস এদিন জানায়, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে। দেশব্যাপী চলমান এই বিক্ষোভে মোট ৩০০ জন নিহত এবং ১৫ হাজার মানুষ হয়েছে।

ইরাক সরকারের দুর্নীতি ও দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ইরানের সম্পৃক্ততার অভিযোগে গত ১ অক্টোবর থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বেশির ভাগ ইরাকির মতে, বর্তমানের অর্থনৈতিক সংকটের জন্য দায়ী ক্ষমতাসীন দলগুলো।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
ইরাক ও সিরিয়ায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
মার্কিন সামরিক মিশন বন্ধের ঘোষণা ইরাকের
X
Fresh