• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দলে ইসলামভীতি থাকায় ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ নভেম্বর ২০১৯, ১৪:১৯
বরিস জনসন, ইসলামভীতি
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার তার দল কনজারভেটিভ পার্টিতে ইসলামভীতি থাকায় ক্ষমাপ্রার্থনা করেছেন। এমনকি ক্রিস্টমাসের আগেই এই বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে বলেও জানান তিনি।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এসব কথা জানায় তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। তিনি কর্নওয়ালের গুনহিলি আর্থ স্টেশন পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে তার ক্ষমাপ্রার্থনার কথা জানান।

বরিস জনসন বলেন, আমরা ইসলামভীতি, ইহুদিবিদ্বেষ, সব ধরনের কুসংস্কার ও বৈষম্যের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে যাচ্ছি। ক্রিস্টমাসের আগেই তদন্ত শুরু হবে বলেও উল্লেখ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

এর আগে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন ইসলামভীতি মোকাবেলায় ব্যর্থতার জন্য কনজারভেটিভ পার্টির সমালোচনা করেছিল। এমনকি বরিস জনসন নিজেও ইসলামভীতি সংক্রান্ত মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে যে পরামর্শ দিল যুক্তরাজ্য
অভিবাসন প্রত্যাশীদের যে দুঃসংবাদ দিল যুক্তরাজ্য
টিকটক ট্রলে দুর্বিষহ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নারীদের জীবন
‘যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের চেয়েও বেশি খাবার নষ্ট করে বাংলাদেশিরা’
X
Fresh