• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কঙ্গোয় ১৮ আরোহী নিয়ে বসতবাড়ির ওপর বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ নভেম্বর ২০১৯, ১৬:৩৬
DR Congo plane carrying 18 people crashes into town
ছবি সংগৃহীত

আফ্রিকার দেশ কঙ্গের পূর্বাঞ্চলীয় গোমা শহরে ১৮ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ওই বিমানটিতে কমপক্ষে ১৬ জন যাত্রী ও ‍দুজন ক্রু ছিলেন বলে জানিয়েছে বিবিসি।

উত্তর কিভুর আঞ্চলিক গভর্নর এনজানজু কাসিভিতা কার্লি বলেছেন, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে কতজন নিহত হয়েছে তা জানাননি তিনি। তিনি বলেন, মাপেন্দো এলাকায় বাড়ির ওপর ওই বিমানটি বিধ্বস্ত হয়।

জানা গেছে, ডোরনিয়ার-২২৮ মডেলের বিমানটির মালিক ব্যক্তিগত বিমান সংস্থা বিজি বি। ওই বিমানটি গোমার ৩৫০ কিলোমিটার উত্তরে বেনি শহরে যাচ্ছিল। কিন্তু গোমা বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, উড্ডয়নের প্রায় এক মিনিট পর বিমানটি বিধ্বস্ত হয়।

এদিকে বক্তব্যের জন্য বিজি বি’র সঙ্গে বিবিসি যোগাযোগ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমটি।

উল্লেখ্য, নিরাপত্তা মানদণ্ডের অভাব ও বাজে ব্যবস্থাপনার জন্য কঙ্গোয় প্রায়ই বিমান দুর্ঘটনা ঘটে থাকে। এ কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কঙ্গোর সব বাণিজ্যিক বিমান চলাচল নিষিদ্ধ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫
সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন হচ্ছে কঙ্গোয়
ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭
ইউক্রেনের ৬৫ যুদ্ধবন্দি নিয়ে রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত
X
Fresh