• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মল লেগে থাকবে না এমন টয়লেট আবিষ্কার যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ নভেম্বর ২০১৯, ১২:০৩
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

যুক্তরাষ্ট্রের পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী মল লেগে থাকবে না এমন টয়লেট আবিষ্কার করেছেন বলে জানিয়েছে।

নেচার সাসটেইনেবিলিটি নামের একটি সাময়িকীতে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

তাদের মতে, তারা এমন একটি পিচ্ছিল টয়লেট আবিষ্কার করেছেন, যার ফলে সারা বিশ্বের প্রচুর পানির অপচয় রোধ করা যেতে পারে।

তারা জানায়, এই টয়লেটে এক ধরনের প্রলেপ দেয়া হয়েছে যাতে লেগে থাকা মলমূত্র পরিষ্কার করতে খুব বেশি পানি খরচ হবে না।

এছাড়া তারা দাবি করে, এই প্রলেপ দেয়ার ফলে টয়লেটে ব্যাকটেরিয়া জমতে পারবে না এবং দুর্গন্ধ কম তৈরি হবে।

বলা হচ্ছে, এই প্রলেপ টেফলনের চেয়েও বেশি পিচ্ছিল। তবে মূত্রের কারণে এর পিচ্ছিল গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে এবং প্রায় ৫০ বার ফ্লাশ করার পর নতুন করে প্রলেপ বসাতে হবে।

এই আবিষ্কারের সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়টির যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক টাক-সিং ওং বলেন, এই টয়লেট হবে অনেক পরিষ্কার এবং জীবাণুমুক্ত।

তিনি আরও বলেন, টয়লেটের গায়ে মল লেগে থাকা ব্যবহারকারীদের জন্য শুধু বিব্রতকর নয়, তাদের স্বাস্থ্যের জন্যও বিপজ্জনক।

ধারণা করা হয়, প্রতিদিন সারা বিশ্বে টয়লেট ফ্লাশ করতে ১৪ হাজার কোটির বেশি লিটার পানি খরচ হয়।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh