• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করলো সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ নভেম্বর ২০১৯, ১১:৩১
Syria defies Israeli missile attack, rtvonline
ছবি সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি যুদ্ধবিমানের ব্যাপক হামলা প্রতিরোধে সক্ষম হয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার দিনগত রাতে এই হামলার ঘটনা ঘটেছে।

একটি সামরিক সূত্রের বরাতে বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্কের কাছাকাছি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। তারা জানায়, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেই ভারী হামলার মোকাবিলা করেছে। শত্রুদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছে। লক্ষ্যবস্তুতে হামলার আগেই ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু: মমতা
---------------------------------------------------------------

বার্তা সংস্থা এএফপির দামেস্ক প্রতিনিধি জানিয়েছেন, তিনি রাজধানীতে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। সানার খবরে বলা হয়েছে, লেবানন ও ফিলিস্তিনি ভূখণ্ড থেকে এই হামলা চালানো হয়েছে।

প্রতিবেশী লেবাননের ওপর দিয়ে উড়ে এসে প্রায়ই সিরিয়ায় হামলা চালায় ইসরায়েলি বিমান।

বিদেশি শক্তির হস্তক্ষেপে সিরিয়ার গৃহযুদ্ধ এখন আরও জটিল রূপ নিয়েছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিরিয়া থেকে উড়ে যাওয়া চারটি রকেট ধ্বংস করার পর এই বিমান হামলার ঘটনা ঘটলো।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
১৭ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
এবার বড় পরিসরে হামলার হুমকি ইরানের
X
Fresh