• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মালিতে জঙ্গি হামলায় ২৪ সেনাসদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ নভেম্বর ২০১৯, ১৪:৪৫
26 military men killed in mali, rtvonline
ছবি সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের সময় ২৪ সেনাসদস্য নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের নাইজার সীমান্তবর্তী গাও অঞ্চলে ওই অভিযানের সময় আহত হয়েছে আরও ২৯ সেনাসদস্য।

মঙ্গলবার মালির সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, সোমবার গাও অঞ্চলে পার্শ্ববর্তী দেশ নাইজারের সঙ্গে যৌথভাবে জঙ্গিবিরোধী এক অভিযান চালায় মালি সেনাবাহিনী। এসময় জঙ্গিদের হামলায় দেশটির ২৪ সেনাসদস্য নিহত হয়। এছাড়া আহত হয় আরও ২৯ সেনা।

এদিকে জঙ্গিবিরোধী অভিযানে ১৭ জঙ্গিকে হত্যা করা হয়েছে এবং ১০০ জন সন্দেহভাজন জঙ্গিকে আটক করে নাইজারের সীমান্তবর্তী টিলোয়া শহরে রাখা হয়েছে বলে জানিয়েছে মালি সেনাবাহিনী।

এর আগে গত ২ নভেম্বর মালির উত্তরাঞ্চলের মেনাকা রাজ্যে সন্ত্রাসী হামলায় ৫৪ সেনাসদস্য নিহত হয়। এক দশকের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।

উল্লেখ্য, মালিতে প্রায়ই জঙ্গি হামলার ঘটনা ঘটে থাকে। ২০১২ সালে দেশটির উত্তরাঞ্চলে তুয়ারেগ বিদ্রোহীদের সমর্থনে ওই এলাকার নিয়ন্ত্রণ নেয় জঙ্গিরা। মূলত এরপর থেকেই গোটা দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে ফ্রান্সের সহায়তায় জঙ্গিদের কাছ থেকে হারানো শহরগুলো উদ্ধার করে নেয় মালির সেনাবাহিনী।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাড়ি মালিকদের জন্য সুখবর
মুক্তির পর যে কারণে জাহাজ এমভি আবদুল্লাহকে ঘেরা হলো কাঁটাতারে
সুইপারকে বাঁচাতে সেপটিক ট্যাংকে নেমে বাড়ির মালিকেরও মৃত্যু
কবে কিভাবে দেশে ফিরবেন নাবিকরা
X
Fresh