• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাজস্থানে সাত দিনে ১০ হাজার পাখির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ নভেম্বর ২০১৯, ১৭:০০
রাজস্থান, বিদেশি পাখি
ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

ভারতের রাজস্থানে সম্বর হ্রদের দূষিত পানির কারণে দশ হাজার বিদেশি পাখির মৃত্যু হয়েছে। খবর ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

প্রথম থেকেই এসব পাখির মৃত্যুর কারণ নিয়ে দ্বন্দ্বে ছিলেন পরিবেশবিদরা। ভারতের সবচেয়ে বড় লোনা পানির হ্রদ এটি। তাই এটি নিয়ে বেশ উদ্বিগ্ন কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদটি দূষিত পানির কারণেই এসব পাখির মৃত্যু হয়েছে। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি।

ফ্লেমিঙ্গো, ওর্ডার্স, প্লোভার, ব্ল্যাক উইঙ্গড স্টিল্ট, নর্দান শোভেলার, রুড্ডি শেলডাকসহ অসংখ্য বিদেশি পাখি দেখা যায় রাজস্থানের এই লোনা পানির হৃদে।

এই হ্রদের ১২ থেকে ১৩ কিলোমিটার জায়গাজুড়ে পাখিগুলোর বিচরণ ক্ষেত্র। প্রতিবছর ৫০ হাজার ফ্লেমিঙ্গো ও এক লাখ ওর্ডার্স পাখি এই হৃদে ঘোরাঘুরি করে।

বন দপ্তরের রেঞ্জার রাজেন্দ্র জাখার, কিছুদিন আগে এই এলাকায় শিলাবৃষ্টি হয়। এর কারণে বা বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে এসব পাখি মারা যেতে পারে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
X
Fresh