logo
  • ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭

আল্লাহর রহমতে মুসলিম বিশ্ব লক্ষ্যে পৌঁছাবে: ইরানের সর্বোচ্চ নেতা

ইরান, ইসরায়েল
ইরানের নিউজ সাইট পার্সটুডে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, আল্লাহর রহমতে মুসলিম বিশ্ব অদূর ভবিষ্যতে তাদের লক্ষ্যে পৌঁছাবে। শুক্রবার তেহরানে চলমান ইসলামি ঐক্য সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি অতিথি ও রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত এক বৈঠকে এই কথা বলেন তিনি।

আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, অবৈধ ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্ব না থাকলে ফিলিস্তিনি ভূখণ্ড প্রকৃত মালিকদের দখলে থাকবে। ইরান কোনও ধরনের কুণ্ঠাবোধ না করেই অতীতের মতো ভবিষ্যতেও ফিলিস্তিনের মানুষদের প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকেই ইরান এই নীতি অনুসরণ করছে এবং এটি ইরানের মৌলিক নীতির অংশ। স্থানীয় মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিদের কাছে ফিলিস্তিনি ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে। নিজেদের সরকার নির্বাচন করার অধিকার আছে তাদের।

আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন করা বিশ্বের মুসলিম দেশগুলোর দায়িত্ব। মুসলিম বিশ্বের আলেম ও চিন্তাবিদদের অনেক দায়িত্ব আছে। এসব দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করতে হবে তাদের।

কে/পি

RTVPLUS