• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইতালিতে মসজিদে হামলার পরিকল্পনা করার অভিযোগে গ্রেপ্তার ১২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ নভেম্বর ২০১৯, ১২:৫৪
মসজিদ, ইতালি
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি

ইতালির সিয়েনা প্রদেশের একটি মসজিদে হামলার পরিকল্পনা করার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির।

স্থানীয় গণমাধ্যম রাইনিউজটোয়েন্টিফোর মঙ্গলবার জানায়, গ্রেপ্তার হওয়া এই ১২ জন সিয়েনার কোল ভ্যাল ডি’এলসা শহরে অবস্থিত মসজিদটিতে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশ কোল ভ্যাল ডি’এলসা, এর আশেপাশের জেলা ও প্রদেশগুলোতে অভিযান চালিয়ে অনেক অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মসজিদটির নিচ দিয়ে যাওয়া একটি পাইপলাইনে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিলেন বলে তাদের বিরুদ্ধে করা অভিযোগে বলা হয়েছে।

ইতালির ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতা ইমানুয়েল ফিয়ানো এক লিখিত বিবৃতিতে ঘটনাটিকে জঘন্য বলে উল্লেখ করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, আমাদের এই ক্রমবর্ধমান ঘৃণ্য পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে হবে। এটি ইতোমধ্যে একটি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালে মসজিদে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
সেহরিতে মসজিদের মাইকে অনবরত ডাকাডাকি, যা বললেন আহমাদুল্লাহ 
বাংলাদেশিদের মসজিদ নির্মাণে মালয়েশিয়ানের ৭ কোটি টাকার অনুদান
দুবাইয়ে ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ
X
Fresh