• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সৃষ্ট ভারী বর্ষণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ নভেম্বর ২০১৯, ২২:১৫
পশ্চিমবঙ্গ, ঘূর্ণিঝড় বুলবুল
ভারতের গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সৃষ্ট ভারী বর্ষণে দুজন নিহত হয়েছে। নিহতদের একজন পশ্চিমবঙ্গের এবং আরেকজন উড়িষ্যার নাগরিক। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

গণমাধ্যমটি জানায়, শনিবার ভোর থেকে শুরু হওয়া টানা বর্ষণের ফলে কলকাতা ও এর আশেপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

রাত ১১টার দিকে উচ্চগতির ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খেপুপাড়ায় এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে আঘাত হানতে পারে বলে সংবাদ সংস্থাটির বরাত দিয়ে জানিয়েছে গণমাধ্যমটি।

এরপর ঘূর্ণিঝড়টি উত্তরপশ্চিম দিকে বাংলাদেশের সুন্দরবন বদ্বীপের ওপর দিয়ে বয়ে যেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটিতে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: বুলবুল আতঙ্কে কলকাতায় বিমান চলাচল বন্ধ
---------------------------------------------------------------

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় জানিয়েছেন, বাংলার ওপর দিয়ে বয়ে যেতে চলেছে ঘূর্ণিঝড় বুলবুল। আমাদের রাজ্য প্রশাসন পরিস্থিতির দিকে সারাক্ষণ নজর রাখছে। আমরা যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ কন্ট্রোলরুম বসানো হয়েছে। এনডিআরএফ-এসডিআরএফ দলও মোতায়েন করা হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের স্কুল ও কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। উপকূলীয় অঞ্চলের এক লাখ ২০ হাজারের বেশি জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

তিনি রাজ্যবাসীর উদ্দেশে বলেন, দয়া করে আতঙ্কিত হবেন না। দয়া করে শান্ত থাকুন এবং উদ্ধার ও ত্রাণকাজে প্রয়োজনে প্রশাসনকে সহযোগিতা করুন। সজাগ থাকুন, সতর্ক ও নিরাপদ থাকুন।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh