• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ নভেম্বর ২০১৯, ১৭:১০
ভারত, বিজেপি
ভারতের গণমাধ্যম এনডিটিভি

ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস নতুন সরকারের গঠনের বিষয়ে কিছু না জানিয়ে পদত্যাগ করেছেন। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

শুক্রবার মধ্যরাত পর্যন্ত নতুন সরকার গঠনের সময়সীমা। এর কয়েক ঘণ্টা আগে গভর্নর ভাগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন ফড়নবিস।

তিনি পদত্যাগপত্র জমা দেয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তার দল বিজেপি, সহকর্মী ও শিবসেনাকে ধন্যবাদ জানান।

তিনি এসময় বলেন, শিবসেনা গত ১৫ দিন ধরে যে কথাগুলো বলছে, সেগুলোর বিষয়ে আমরা কখনও তাদেরকে প্রতিশ্রুতি দিইনি।

তিনি আরও বলেন, আমার উপস্থিতিতে কখনও মুখ্যমন্ত্রীর মেয়াদের পাঁচ বছরের আড়াই বছর তাদেরকে দেয়ার বিষয়ে আলোচনা হয়নি।

আগামীকাল রাজ্যটির বিধানসভার মেয়াদ শেষ হবে। এর আগে রাজ্য সরকার গঠিত না হলে ভারতের প্রেসিডেন্টের অধীনে চলে আসবে মহারাষ্ট্র।

বিজেপি ও শিবসেনা গত মাসে মহারাষ্ট্রে অনুষ্ঠিত নির্বাচনে সংগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করলেও নিজেদের মধ্যকার বিরোধ মেটাতে ব্যর্থ হয়েছে।

গত ২৪ অক্টোবর নির্বাচনের ফলাফল প্রকাশের দিন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রে ক্ষমতা ভাগাভাগির কথা উল্লেখ করেন।

ক্ষমতা ভাগাভাগির একটি উল্লেখযোগ্য বিষয় হলো মুখ্যমন্ত্রীর মেয়াদের পাঁচ বছরের মধ্যে আড়াই বছর থাকতে হবে শিবসেনার হাতে।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রতারণা, হাতিয়ে নেন লাখ লাখ টাকা
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
২৬ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh