• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বুরকিনা ফাসোতে কানাডীয় কোম্পানির গাড়িতে বন্দুক হামলায় নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ নভেম্বর ২০১৯, ০৮:৪৯
37 killed in gun attack on Canadian company car in Burkina Faso
ছবি সংগৃহীত

বুরকিনা ফাসোতে কানাডীয় কোম্পানির একটি সোনার খনির গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় ৩৭ বেসামরিক নিহত ও অন্তত ৬০ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বেশি বলে কোনও কোনও সূত্র দাবি করেছে।

কানাডার সেমাফো কোম্পানি জানিয়েছে, বুরকিনা ফাসানোর পূর্বাঞ্চলের অ্যাস্টে এলাকার বোউনগৌ খনিতে সামরিক পাহারায় পাঁচটি বাসে করে কর্মীদের নেয়ার সময় পথে হামলাটি হয়।

বোউনগৌ খনি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে হামলার ঘটনাটি ঘটেছে এবং এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে তারা। পরে অ্যাস্টের গভর্নর দপ্তর ঘটনার বিস্তারিত জানিয়ে বলে, অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা সেমাফোর কর্মীদের বহনকারী একটি গাড়িবহরের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে।

এই হামলায় বুরকিনা ফাসোর নিরাপত্তা বাহিনীর বহু সদস্যও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা সূত্রগুলোর ভাষ্যমতে, বহু সংখ্যক লোক এখনও নিখোঁজ রয়েছে।

অস্ত্রধারীরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে গুলি চালাতে থাকে বলে কোনও কোনও সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কোতে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০
ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্রে পার্টিতে বন্দুক হামলায় নিহত ৪
বুরকিনা ফাসোতে নামাজের সময় মসজিদে হামলা, বহু নিহত
X
Fresh