• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়ার সঙ্গে ৩৯ বছরের বাণিজ্য বিরোধ মেটাবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ নভেম্বর ২০১৯, ১৯:৪৫
রাশিয়া, পাকিস্তান
সংগৃহীত

পাকিস্তান শেষপর্যন্ত ৩৯ বাণিজ্য বিরোধ মেটানোর জন্য রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। খবর পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

রাশিয়ার পাকিস্তানের রাষ্ট্রদূতকে এই চুক্তিতে সই করার কর্তৃত্ব দেয়া হয়েছে। এর ফলে রাশিয়ার জন্য পাকিস্তানে ৮০০ কোটি ডলার বিনিয়োগ করার পথ খুলে যাবে।

চুক্তিটি সইয়ের ৯০ দিনের মধ্যে রাশিয়াকে নয় কোটি ৩৫ লাখ ডলার ফিরিয়ে দেবে পাকিস্তানি সরকার। এছাড়া রুশ রপ্তানিকারকদের বকেয়া পরিশোধ করবে তারা।

এর আগে ২০১৬ সালের ৬ অক্টোবর এবং ২০১৭ সালের ২৭ ডিসেম্বর এসব বিষয় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়।

রাশিয়ার সঙ্গে এই চুক্তি করার উদ্যোগ নেয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বে পিএমএল-এন সরকার।

বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে পিটিআই সরকার রাশিয়ার সঙ্গে করা আগের সরকারের চুক্তিটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

রাশিয়া ইতোমধ্যে পাকিস্তানের জ্বালানি এবং স্টিল মিলসে ৮০০ কোটি ডলার বিনিয়োগ করার বার্তা দিয়েছে।

কিন্তু রাশিয়ার আইন অনুসারে, যে দেশগুলোর সঙ্গে দেশটির বাণিজ্য বিরোধ আছে, সেগুলোতে বিনিয়োগ করতে পারে না দেশটি।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, এই চুক্তির ফলে রাশিয়া পাকিস্তানের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারবে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে পাকিস্তানের হাইক‌মিশনারের সাক্ষাৎ
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
স্ত্রীকে টয়লেট ক্লিনার খাওয়ানোর অভিযোগ তুললেন ইমরান
X
Fresh