• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মহারাষ্ট্রে মিললো ৫০ লাখ রুপির রেড স্যান্ড বোয়া সাপ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ নভেম্বর ২০১৯, ১৪:৩৬
রেড স্যান্ড বোয়া সাপ
ছবি সংগৃহীত

ভাবা যায়, একটা সাপের দাম ৫০ লাখ রুপি! বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্য। কারণ ভারতের মহারাষ্ট্র পুলিশ নিজেই এই তথ্য জানিয়েছে।

এই সাপের নাম রেড স্যান্ড বোয়া। মহারাষ্ট্রের নবী মুম্বাই থেকে এই সাপ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, এই সাপের কেনা-বেচা নিষিদ্ধ। কিন্তু তারপরেও এই সাপ আন্তর্জাতিক চোরাবাজারে বহুমূল্যে বিক্রি হয়।

এই রেড স্যান্ড বোয়া সাপের কোনও বিষ থাকে না। আর এই সাপ দেখতেও আর পাঁচটা সাপের থেকে চেয়ে অনেক আলাদা হয়। এর মাথা ও লেজ দুটিই গোল টাইপের হয়।

রেড স্যান্ড বোয়া সাপ নিজের গর্তে থাকে না, ইঁদুরের গর্তের মধ্যেই ঢুকে থাকে তারা। আর ছোট ছোট প্রাণী খেয়ে বাঁচে থাকে এই সাপ। রেড স্যান্ড বোয়া প্রজাতির স্ত্রী সাপ একবারে ছয় বা অতিরিক্ত বাচ্চার জন্ম দেয়।

নবী মুম্বাইয়ের পুলিশের পক্ষ থেকে নীলেশ রানে জানিয়েছেন, ২০ বছরের যাদব নামের এক ব্যক্তির থেকে এই সাপ পাওয়া গেছে। একটি বন্যপ্রাণী মার্কেটে সে এই দুষ্প্রাপ্য সাপটি বিক্রি করার চেষ্টা করছিল।

বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী ও ওষুধ তৈরিতে এই সাপ কার্যকারী ভূমিকায় ব্যবহার হয়। তাই আন্তর্জাতিক মার্কেটে এতো দাম এই রেড স্যান্ড বোয়া সাপের।

আরো পড়ুন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাতাসেই ভেঙে পড়ল সেতু
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
X
Fresh