• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মালিতে জঙ্গি হামলায় ৩৫ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ নভেম্বর ২০১৯, ০৮:৫০
35 soldiers killed in militant attack in Mali
ছবি সংগৃহীত

মালির উত্তরাঞ্চলে শুক্রবার একটি সেনা ভিত্তিতে জঙ্গি হামলায় ৩৫ জন সেনাসদস্য নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মালির সেনাবাহিনী তাদের ফেসবুকে পেজে এক পোস্টে জানিয়েছে, মালির সশস্ত্র বাহিনীর সদস্যদের নিহতের সংখ্যা ‍বেড়ে ৩৫ হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম আফ্রিকার দেশ মালির সেনাবাহিনীর ওপর এটি দ্বিতীয় বড় ধরনের হামলা। গত সেপ্টেম্বরেই ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয়েছিল মালির সেনাবাহিনী।

মালিতে নিজের শক্ত অবস্থান থেকে আল কায়দা ও ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত গ্রুপগুলো সাহেল অঞ্চলজুড়ে হামলা চালিয়েছে যাচ্ছে। সেনেগাল, মৌরতানিয়া, মালি, বুরকিনা ফাসো, আলজেরিয়া, নাইজার, নাইজেরিয়া, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া ও ইথিওপিয়ার বিভিন্ন অংশ নিয়ে এই সাহেল অঞ্চল গঠিত।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর মধ্যাঞ্চলীয় মালিতে দুটি সেনা ভিত্তিতে সমন্বিত হামলায় ৩৮ জন সেনাসদস্য নিহত হয়। ওই অঞ্চলে ফরাসি বাহিনী ও অন্যান্য বাহিনীর উপস্থিতি এবং সরকারের নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহাজ ছিনতাইয়ে শিশুদের কাজে লাগাচ্ছে সোমালিয়ার জলদস্যুরা
দস্যুদের নতুন কৌশলের কথা জানালেন নাবিক
বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় সেনাসদস্য নিহত
জিম্মি জাহাজে সামরিক অভিযান চায় না মালিকপক্ষ
X
Fresh