• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কঙ্গোতে ভারতীয় কোম্পানির মাইনিং ট্রাক উলটে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ নভেম্বর ২০১৯, ২৩:২৬
কঙ্গো, সড়ক দুর্ঘটনা
ইরানের গণমাধ্যম প্রেস টিভি

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোতে (ডিআর কঙ্গো) শুক্রবার একটি ভারতীয় কোম্পানির মাইনিং ট্রাক উলটে কমপক্ষে ২২ জন নিহত এবং দশজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর ইরানের গণমাধ্যম প্রেস টিভির।

ডিআর কঙ্গোর জাতীয় পুলিশ টুইটারে জানায়, শুক্রবার তাঙ্গানিয়াকা প্রদেশের মুটেটেনিয়া গ্রামে ট্রাকটি উলটে যাওয়ার সময় যানবাহনটিতে অনেক যাত্রী ছিল। মানোনো শহর থেকে লুবুম্বাশি শহরের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

মানোনোর প্রশাসক পিয়েরে মুকাম্বা এই বিষয়ে জানান, ট্রাকটি উলটে গিয়ে গড়ানোর আগে একটি পাহাড়কে ধাক্কা মারে। যানবাহনটির মালিক তাঞ্জানিয়ায় নিবন্ধিত ভারতীয় কোম্পানি মাইনিং মিনারেল রিসোর্সেস (এমএমএর)।

মধ্য আফ্রিকার এই বিশাল দারিদ্র্যক্লিষ্ট দেশটির নোংরা ও নিম্নমানের সড়কে মারাত্মক দুর্ঘটনা একেবারেই সাধারণ একটি বিষয়। গণপরিবহনের স্বল্পতার কারণে দেশটির অনেক মানুষ ট্রাকে উঠে চলন্ত ট্রাক থেকে লাফ দিয়ে নামতে গিয়ে নিহত হয়।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
বাস থেকে পড়ে যান হেলপার, মাথার ওপর দিয়ে চলে গেল চাকা
মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল প্রবাসী যুবকের
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
X
Fresh