• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাগদাদির সন্ধান দানকারী আড়াই কোটি ডলার পাবেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ অক্টোবর ২০১৯, ১৫:৪৩
যুক্তরাষ্ট্র, বাগদাদি
ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদির সন্ধান দানকারী আড়াই কোটি ডলার পাবেন। যুক্তরাষ্ট্রের পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বাগদাদির সন্ধান দানকারী এই ব্যক্তির পরিচয় গোপন রেখেছে যুক্তরাষ্ট্র। আইএসের সঙ্গে ঘনিষ্ঠ এই ব্যক্তির নিরাপত্তার জন্য তার পরিচয় প্রকাশ করা হয়নি। জানা গেছে, বাগদাদি যে সুরক্ষিত ভবনে থাকতেন, সেটির সব তথ্য জানতেন এই ব্যক্তি।

তিনি উত্তরপশ্চিম সিরিয়ায় অবস্থিত বাগদাদির এই সুরক্ষিত ভবনের তথ্য যুক্তরাষ্ট্রের সৈন্যদেরকে দেন। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে ভবনটি ধ্বংস হয়ে গেছে। দেশটির সেনা কুকুরের ধাওয়ায় বাগদাদি যখন পালাচ্ছিলেন, তখন নিজের শরীরের বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণে মারা যান তিনি।

এক সূত্রে জানা যায়, বাগদাদির সন্ধান দানকারী এই ব্যক্তি একজন সুন্নি আরব। আইএসের হাতে তার আত্মীয়রা নিহত হন। তিনি প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের সৈন্যদের পক্ষ নেয়। এখন বাগদাদিকে হত্যার প্রতিশোধ নিতে আইএস বিশ্বের জন্য হুমকি হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব নেতারা।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
দ্বিতীয় মেয়াদে আইএসইউর উপাচার্য ড. আব্দুল আউয়াল
X
Fresh