• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিলে পুলিশের সঙ্গে মাদক পাচারকারীদের গোলাগুলিতে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ অক্টোবর ২০১৯, ২৩:৫০
ব্রাজিল, মাদক পাচারকারী
ইরানের গণমাধ্যম প্রেস টিভি

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় মানাউস শহরে পুলিশের সঙ্গে সন্দেহভাজন মাদক পাচারকারীদের গোলাগুলিতে ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

তারা পাশের শহরের মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নেয়ার জন্য প্রতিদ্বন্দ্বীদেরকে হত্যার প্রস্তুতি নিচ্ছিল। তাদেরকে গ্রেপ্তারের উদ্দেশে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ।

পুলিশ এই অভিযান চালিয়ে ১৭টি অস্ত্র উদ্ধার করে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এই তথ্য জানায় বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম প্রেস টিভি।

মঙ্গলবার রাতে পুলিশ ও মাদক পাচারকারীদের গোলাগুলিতে বুলেটবিদ্ধ ১৭ জনকে হাসপাতালে নেয়া হলে তাদেরকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছে স্টেট সিকিউরিটি সেক্রেটারিয়েট।

ব্রাজিলের উত্তরাঞ্চলের মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নেয়ার জন্য বিভিন্ন গ্রুপ প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। কলোম্বিয়া, পেরু ও বলিভিয়া থেকে আনা কোকেন এই অঞ্চল দিয়ে ব্রাজিলে ঢোকানো হয়।

সাম্প্রতিক বছরগুলোতে জেলের মধ্যেও প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর একটিকে অন্যটির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে দেখা গেছে।

গত জুলাইয়ের শেষদিকে দেশটির পারা রাজ্যের একটি কারাগারে দাঙ্গায় ৫৭ জন বন্দি নিহত হন। ২০১৭ সালের জানুয়ারিতে মানাউসের একটি কারাগারে সংঘর্ষে শতাধিক বন্দি নিহত হন।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
ব্রাজিলে বাণিজ্য মানে দক্ষিণ আমেরিকার বাজারে ঢোকার সুযোগ
ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
X
Fresh