• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ক্যামেরুনে ভূমিধসে ২৬ শিশুসহ নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ অক্টোবর ২০১৯, ১৯:৪২
ক্যামেরুন, ভূমিধস
যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে ২৬টি শিশুসহ কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার এই তথ্য জানায় বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স।

উদ্ধারকারী দলগুলো এদিন পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকার বাফৌসাম শহরের ধসে পড়া বাড়িঘরগুলোর ধ্বংসস্তূপে অনুসন্ধান কার্যক্রম চালায়। ২৬টি শিশু নিহতের তথ্য জানায় ক্যামেরুন রেডিও টেলিভিশন (সিআরটিভি)।

গণমাধ্যমটির খবরে বলা হয়, আরও মরদেহ পাওয়া যেতে পারে বলে করা হচ্ছে। তাই অনুসন্ধান কার্যক্রম চলবে। এই ভূমিধসের ঘটনায় জীবিত আলবার্ট কেঙ্গে বলেন, রাত দশটার দিকে আমি একটি প্রচণ্ড শব্দ শুনি।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ক্যালিফোর্নিয়ায় বাসায় বন্দুক হামলায় নিহত ৩ আহত ৯
---------------------------------------------------------------

এরপর পাহাড় ধসে গেল এবং আমি এক বড় ধরনের ধূলিঝড় দেখলাম বলেও উল্লেখ করেন তিনি। মধ্য আফ্রিকায় চলতি বছরের বর্ষা মৌসুম শেষ হলেও ভারী বর্ষণ অব্যাহত আছে এবং এর ফলে বন্যা দেখা যাচ্ছে।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রায় ৩০ হাজার মানুষ ইতোমধ্যে নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। ভারী বর্ষণের ফলে সাউথ সুদানের স্বাস্থ্য কেন্দ্র ও সড়কগুলো ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইউনিসেফ।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ২৬ প্রাণহানি
ফিলিপাইনে ভূমিধসে ৫ জনের মৃত্যু
তানজানিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধস, ২২ জনের প্রাণহানি
কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৮
X
Fresh