• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারতে কুয়ায় পড়ে যাওয়া শিশুটি উদ্ধার হয়নি ৬৫ ঘণ্টায়ও

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ অক্টোবর ২০১৯, ১৫:৪৭
Indian boy has fainted but is breathing rescue efforts still on after 65 hours
ছবি সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে কুয়ায় পড়ে যাওয়া দুই বছরের শিশু সুজিত উইলসনকে ৬৫ ঘণ্টা পরও উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকারীরা জানিয়েছে, সুজিত জ্ঞান হারিয়ে ফেলেছে তবে এখনও তার শ্বাসপ্রশ্বাস চলছে।

সুজিতকে উদ্ধারে মূল গর্ত থেকে তিন মিটার দূরে সমান্তরালে আরও একটি গর্ত খোঁড়ার কাজ শুরু হয়েছে। যাতে ৯০ ফুটের নিচে আর তলিয়ে যেতে না পারে সুজিত, সেজন্য প্রয়োজনীয় বন্দোবস্তও নেয়া হয়েছে। উদ্ধারকারীরা আত্মবিশ্বাসী, তারা সফল হবেন।

ইতোমধ্যে গর্তে যাতে পর্যাপ্ত অক্সিজেন থাকে সেজন্য বাইরে থেকে অক্সিজেন গর্তের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। যদিও সোমবার সকাল থেকে সুজিতকে ডাকা হলেও তার কোনও শব্দ পাওয়া যায়নি।

শুক্রবার বিকেলে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির একটি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। মাঠে খেলতে খেলতে ৬০০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় সুজিত। প্রথমে ৩৫ ফুট গভীরে গিয়ে পড়লেও, পরে ৯০ ফুট গভীরে চলে যায় সুজিত। সন্ধ্যা ৬টার দিকে উদ্ধারকাজ শুরু হয়।