• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১৪

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

  ২৮ অক্টোবর ২০১৯, ০৮:৪৪
Gunmen kill 2, injured 14 in Texas
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ডালাসের বাইরে গ্রিনভাইলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে। প্রাথমিকভাবে বলা হয়েছে, টেক্সাস এ অ্যান্ড এম কমার্স ইউনিভার্সটির শিক্ষার্থীদের হোমকামিং পার্টিতে গুলি চালানো হয়।

জেসন হোয়াইটলি নামের একজন সাংবাদিক টুইট বার্তায় জানিয়েছেন, ধারণা করা হচ্ছে একটি পয়েন্ট ২২৭ ক্যালিবার রাইফেল হামলায় ব্যবহার করা হয়েছে। হামলার কারণ সম্পর্কে জানা যায়নি। ডালাস মর্নিং নিউজ জানিয়েছে, ঘটনাস্থলে সড়কপথে এবং আকাশপথে অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখা যায়।

এদিকে ওই বিশ্ববিদ্যালয়ের পুলিশ জানিয়েছে, সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটেনি। তবে গ্রিনভাইলের বাইরে একটা কিছু ঘটেছে।

অন্যদিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন সেখানে প্রায় ৭৫০ জন উপস্থিত ছিল। গোয়েন্দা সংস্থা এফবিআই, টেক্সাস রেঞ্জার্স ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পুলিশ বিভাগ ঘটনাটি তদন্ত করছে।

আরও পড়ুন

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কোতে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০
ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্রে পার্টিতে বন্দুক হামলায় নিহত ৪
ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে টেক্সাস
X
Fresh