• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আইএস প্রধান আল-বাগদাদীকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ অক্টোবর ২০১৯, ১৩:০৩
আবু বকর আল-বাগদাদী
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদী এক অভিযানে নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওই অভিযানের বিষয়ে অবগত একটি সূত্র ও শীর্ষ একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, শনিবার উত্তরপূর্বাঞ্চলীয় সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর অভিযানে আল-বাগদাদী নিহত হন।

তবে ডিএনএ ও বায়োমেট্রিক টেস্ট করার পরই আল-বাগদাদী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সূত্র দুটি।

ওই প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, অভিযানের সময় শরীরে বেঁধে রাখা বোমার জ্যাকেট বিস্ফোরণ ঘটান আল-বাগদাদী। ওই অভিযান সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, স্পেশাল অপারেশন্স কমান্ডোরা ওই অভিযান চালায়।

ওই প্রতিরক্ষা কর্মকর্তা জানান, আইএস প্রধানের অবস্থান নিশ্চিত করতে সাহায্য করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

আল-বাগদাদী নিহত হওয়ার খবর সবার আগে প্রকাশ করে মার্কিন সাপ্তাহিক নিউজউইক।

এদিকে হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলে জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকাল ৯টায় একটি বড় ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একজন প্রশাসনিক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে, ট্রাম্পের ওই ঘোষণাটি পররাষ্ট্রনীতি সম্পর্কিত।

---------------------------------------------------------------
আরো পড়ুন: জামিন পেলেন অসুস্থ নওয়াজ শরিফ
---------------------------------------------------------------

এরই মধ্যে শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, এইমাত্র অনেক বড় ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আল-বাগদাদী নিহত জল্পনা-কল্পনা আরও তুঙ্গে উঠেছে।

তবে আল-বাগদাদী নিহত হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি পেন্টাগন।

উল্লেখ্য, এর আগেও আল-বাগদাদীর মৃত্যুর খবর শোনা গিয়েছিল। ২০১৭ সালের জুলাইয়ে আইএস দাবি করে, ইরাকের মসুলে এক বিমান হামলায় আল-বাগদাদী নিহত হয়েছেন। ওইসময় রাশিয়া এবং ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আল-বাগদাদীর মৃত্যুর খবর নিশ্চিত করে। তবে ওই মাসেই ইরাকের গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেন, সিরিয়ার উত্তরে রাক্কার কাছাকাছি লুকিয়ে আছেন আল-বাগদাদী। যুক্তরাষ্ট্রও সেসময় দাবি করে যে, আল-বাগদাদী বেঁচে আছেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh