• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নওয়াজ শরিফ হৃদরোগে আক্রান্ত হননি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ অক্টোবর ২০১৯, ১৭:৫৭
পাকিস্তান, নওয়াজ শরিফ
পাকিস্তানের গণমাধ্যম ডন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ শনিবার সকালে আবার এনজাইনার ব্যথা অনুভব করায় লাহোরের এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এসআইএমএস) প্রিন্সিপাল প্রফেসর ড. মাহমুদ আয়াজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ডন।

পিএমএল-এন এর নেতা নওয়াজ শরিফের হৃদরোগে আক্রান্ত হওয়ার তথ্যটি ভুল বলে উল্লেখ করেন ডা. মাহমুদ আয়াজ।

এর আগে ইসলামাবাদ হাইকোর্টে অসুস্থতার কথা উল্লেখ করে পিএমএল-এনের এই নেতার পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়।

নওয়াজ শরিফ গত রাতে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জামিনের আবেদনে উল্লেখ করেন তার আইনজীবী খাওয়াজা হারিস।

ডা. মাহমুদ আয়াজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, তার (নওয়াজ) প্লাটিলেট কাউন্ট বেড়ে গেছে। তাকে প্রতিদিন ১৬টি ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিনের (আইভিআইজি) ইনজেকশন দিতে হবে।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্লেটলেট কাউন্ট এখন ৪০ হাজারে পৌঁছেছে। এনজাইনা অ্যাটাকের পর তাকে প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়েছে। তাকে অক্সিজেন দেয়ার বা ভেন্টিলেটরে রাখার প্রয়োজন হয়নি।

এই চিকিৎসক বলেন, আমরা নওয়াজ শরিফের শারীরিক অবস্থার উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে মরিয়ম নওয়াজ। চিকিৎসক আয়াজ জানান, আরেকজন বিশেষজ্ঞ তার দেখাশোনা করছেন।

নওয়াজ শরিফের ব্যক্তিগত চিকিৎসক তার স্বাস্থ্যের অবনতি নিয়ে আশঙ্কার কথা জানালে এই সপ্তাহের শুরুতে তাকে (নওয়াজ) এসআইএমএসে নেয়া হয়।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ইরান ও সৌদির সম্পর্ক নষ্টের জন্য দায়ী ইসরায়েল : ইমরান খান
---------------------------------------------------------------

হাসপাতালটির চিকিৎসকরা মঙ্গলবার জানায় সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা খুব একটা সুবিধাজনক নয়।

এদিনের মেডিকেল টেস্টগুলো অনুসারে, সোমবার হাসপাতালে নেয়ার পর তার প্লাটিলেট কাউন্ট ১৬ হাজার থেকে কমে দুই হাজারে নেমে যায়।

প্রফেসর আয়াজের নেতৃত্বে গঠিত ছয় সদস্যের মেডিকেল বোর্ডটি তিনদিন পর বৃহস্পতিবার নওয়াজ শরিফের স্বাস্থ্যে অবনতির কারণ শনাক্ত করতে পারে।

তার রোগ শনাক্তের পর তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবং আশা করছি তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন এই বোর্ডের এক সদস্য।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
X
Fresh