• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মসজিদে নারীদের প্রবেশের বিষয়ে সরকারের প্রতিক্রিয়া চান ভারতের সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ অক্টোবর ২০১৯, ১৭:২৬
মসজিদ,ভারত
ভারতের গণমাধ্যম আনন্দবাজার

ভারতের সব মসজিদে নারীদের প্রবেশাধিকারের বিষয়ে নরেন্দ্র মোদি সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। খবর ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম আনন্দবাজারের।

শুক্রবার (২৫ অক্টোবর) এই বিষয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়কে একটি নোটিশ পাঠানো হয়েছে সর্বোচ্চ আদালতের এক বেঞ্চের পক্ষ থেকে।

তিন সদস্যের এই বেঞ্চে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও আছেন বিচারপতি এস এ বোবদে এবং বিচারপতি এস এ নাজির।

মসজিদে নারীদের প্রবেশের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থে একটি মামলা করেন ইয়াসমিন জুবের আহমেদ পিরজাদা।

আদালতের কাছে আবেদনে তার দাবি ছিল, দেশের সব মসজিদে প্রবেশাধিকার থেকে নারীদের বঞ্চিত করায় তাদের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে।

এ নিয়ে সরকারের পাশাপাশি ওয়াকফ বোর্ডের কাছেও যথাযথ নির্দেশ জারির আবেদন করেন তিনি। এই আবেদনের ভিত্তিতেই সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
X
Fresh