• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মন্দা কাটাতে মদ কেনাবেচা শিথিল করলো দুবাই

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ অক্টোবর ২০১৯, ১৪:৪০
দুবাই
ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো মদ বিক্রি কমে গেছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্র-নিয়ন্ত্রিত দোকান থেকে পর্যটকদের মদ কেনার সুযোগ করে দিতে এ সংক্রান্ত আইন শিথিল করেছে দুবাই। আগে কেবল লাইসেন্সধারী বাসিন্দারা মদ কেনার ক্ষেত্রে এ সুবিধা পেতেন।

নতুন আইনে দুবাই প্রথমবারের মতো পর্যটকদের মদ কেনার অনুমতি দিয়েছে। ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দার মাঝে এ পদক্ষেপ নিয়েছে আরব্য উপদ্বীপের তেলসমৃদ্ধ দেশটি।

এতদিন ধরে দুবাইয়ে পর্যটকদের জন্য অনুমতি ব্যতীত মদের গ্লাস বা বিয়ারের ক্যানে চুমুক বা মধ্যাহ্নভোজনে শ্যাম্পেন পান করা ছিল বেআইনি। তবে বিক্রির আগে কারও কাছেই অনুমতিপত্র দেখতে চাইতেন না পরিবেশকরা।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ভারতে প্রতি ১৫ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার
---------------------------------------------------------------

তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং প্রকাশ্যে মদ্যপান অবৈধই থাকছে দেশটিতে। সম্প্রতি প্রকাশিত নীতিমালায় বলা হয়েছে, দোকান থেকে কেনা যেকোনো মদ শুধু ‘হোটেল রুম বা বাসায়’ পান করা যাবে।

উল্লেখ্য, মদ খাওয়ার ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে এগিয়ে সংযুক্ত আরব আমিরাত। দেশটির শারজায় মদ নিষিদ্ধ হওয়ার পরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আমিরাতে বছরে মাথাপিছু মদ্যপানের পরিমাণ ৩ দশমিক ৮ লিটার।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি তুলতে গিয়ে আগ্নেয়গিরিতে পড়ে পর্যটকের মৃত্যু
দুবাই পৌঁছেছে এমভি আবদুল্লাহ 
ধনী শহর হয়েও দুবাই কেন পানিতে তলিয়ে গেল
দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিষহ জনজীবন
X
Fresh