• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সিরিয়ায় অভিযানের পর তুরস্কের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ অক্টোবর ২০১৯, ২৩:৪৬
তুরস্ক, ডোনাল্ড ট্রাম্প
ফাইল ফটো

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালানোর পর তুরস্কের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

খবর যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিবিসির।

রাশিয়া তুরস্কের সঙ্গে সিরিয়ার সীমান্তে যুদ্ধবিরতি কার্যকরের জন্য সৈন্য পাঠাতে রাজি হওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প এই মাসের শুরুতে অপ্রত্যাশিতভাবে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করার পর অভিযান শুরু করে তুরস্ক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এই অনেক দিনের রক্তমাখা বালুতে এখন অন্য কেউ যুদ্ধ করুক।

তিনি বুধবার হোয়াইট হাউজে এক বিবৃতিতে ঘোষণা করেন, আমাদের স্বার্থবিরোধী কোনও কিছু না ঘটলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

ডোনাল্ড ট্রাম্প জানান, তুরস্ক তাকে নিশ্চিত করেছে যে দেশটি এই অঞ্চলে যুদ্ধ বন্ধ এবং সাম্প্রতিক যুদ্ধবিরতি স্থায়ী করবে।

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে অভিযানের জেরে গত ১৪ অক্টোবর তুরস্কের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

---------------------------------------------------------------
আরো পড়ুন: সিংহাসনে জাপানের নতুন সম্রাট
---------------------------------------------------------------

তুরস্ক কুর্দি যোদ্ধাদের সন্ত্রাসী মনে করে এবং সীমান্ত থেকে সিরিয়ার ভেতরে ৩০ কিলোমিটার পর্যন্ত জায়গাজুড়ে একটি ‘নিরাপদ অঞ্চল’ গড়ে তুলতে চায়।

ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য সরিয়ে নেয়ার কঠোর সমালোচনার মুখোমুখি হন। কারণ অঞ্চলটিতে ইসলামিক স্টেট গোষ্ঠীর (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মূল সহযোগী ছিল কুর্দিরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুধবার জানান, দেশটির তেল স্থাপনাগুলো রক্ষার জন্য কিছু সংখ্যক সৈন্য দেশটিতে অবস্থান করবে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র গর্বিত : ব্লিঙ্কেন
X
Fresh