• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পুরুষ অভিভাবক ছাড়াই হজ পালন করতে পারবে নারীরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ অক্টোবর ২০১৯, ১৪:৩৯
পবিত্র কাবাঘর
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই পুরুষ অভিভাবক ছাড়া হজ পালন করতে পারবে নারী। কারণ হজ পালনের ক্ষেত্রে পুরুষ অভিভাবক থাকার যে বাধ্যবাধকতা রয়েছে তা শিথিল করার পরিকল্পনা করছে সৌদি সরকার। খবর খালিজ টাইমসের।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বর্তমানে পর্যটন ও ওমরাহ উদ্দেশে পরীক্ষামূলকভাবে ভিসা দিচ্ছে। সেক্ষেত্রে একজন নারীর সঙ্গে তার মাহরাম (রক্ত সম্পর্কীয় নিকট আত্মীয়) থাকার যে বাধ্যবাধকতা রয়েছে- তা উঠে যেতে পারে।

বর্তমানে কোনও নারী সৌদি আরবে হজ করতে গেলে তার সঙ্গে একজন মাহরাম থাকতে হয়। তবে ৪৫ বছরের বেশি বয়সী কোনও নারী কোনও ট্যুর গ্রুপের সঙ্গে করে মাহরাম ছাড়াই হজ করতে যেতে পারবে। কিন্তু সেক্ষেত্রে পরিবারের পুরুষ সদস্যদের কাছ থেকে লিখিত অনাপত্তিপত্র দাখিল করতে হতো ওই নারীকে।

এদিকে সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী খুব শিগগিরই একাই হজ ও ওমরাহ পালন করতে পারবে নারীরা।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় শূকরের কামড়ে নারীসহ আহত ৫
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
সুন্দরী প্রতিযোগিতায় প্রথম সৌদি নারী রুমি
এক ব্যক্তির আঙুলের ছাপে ৪০০ বাংলাদেশির ওমরাহ
X
Fresh