• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

জনপ্রিয় নেতা ছিল না বলেই মোদি প্রধানমন্ত্রী: নোবেলজয়ী অভিজিৎ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ অক্টোবর ২০১৯, ১৮:৫০
নরেন্দ্র মোদি, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানুষ নরেন্দ্র মোদিকে ভোট দিয়েছেন। কারণ আর কোনও জনপ্রিয় নেতা ছিলেন না। খবর ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

তিনি দেশটির এক বেসরকারি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমার মনে হয় যেকোনো সরকারের কাজের প্রেক্ষিতেই মানুষ ভোট দেয়। মোদি ছাড়া ভোট পাওয়ার যোগ্য কেউ ছিল না মানুষের কাছে।

সরকারি দল নীতির ফলে নির্বাচনে জয়ী হয়, এমন তত্ত্ব মানতে নারাজ অভিজিৎ। তিনি বলেন, মোদি জিতেছেন বলে তার নেয়া সব সিদ্ধান্ত সঠিক নয়। তবে মোদির জনপ্রিয়তার কৃতিত্ব স্বীকার করেন তিনি।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ভারতের রাস্তায় মোটরসাইকেলে হেলমেট পরিহিত কুকুর!
---------------------------------------------------------------------

কংগ্রেসের সমালোচনা করে এই নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, দেশে এখন প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস বেশির ভাগ ক্ষেত্রেই দুর্বল। দেশে এই মুহূর্তে একটি শক্তিশালী বিরোধী দলের খুব প্রয়োজন।

অমর্ত্য সেনের পর এই নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদকে নিয়েও নোংরা খেলায় মেতেছে বিজেপি। তবে এতে নিজের মনের মতামত প্রকাশ করতে একটু দ্বিধা বোধ করছেন না অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের জন্য পেঁয়াজ কিনছে ভারত
‘শেখ মুজিব কেবল বাংলাদেশের বন্ধু নন, তিনি ভারতেরও বন্ধু’
বাংলাদেশি জাহাজ উদ্ধারে অভিযান চালাবে ভারতীয় নৌবাহিনী
ভারতে ফিরলেই গ্রেপ্তার হবেন রাখি
X
Fresh