• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

সিংহাসনে জাপানের নতুন সম্রাট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ অক্টোবর ২০১৯, ১৭:১৩
জাপান, নারুহিতো
ইরানের নিউজ সাইট পার্সটুডে

জাপানের নতুন সম্রাট নারুহিতো মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেছেন। খবর ইরানের নিউজ সাইট পার্সটুডের।

তিনি শপথবাক্য পাঠের সময় বলেছেন, সংবিধান মেনে চলবেন এবং রাষ্ট্র ও জনগণের ঐক্যের প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিন দুপুরে টোকিওর ইমপেরিয়াল প্যালেসের ‘হল অব পাইনে’ রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে জাপানের ‘তাকামিকুরা’ সিংহাসনে আরোহণ করেন ৫৯ বছর বয়সী নারুহিতো।

এর মধ্য দিয়ে তিনি জাপানের ১২৬তম সম্রাট হিসেবে অভিষিক্ত হলেন। অভিষেকের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তাদের ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করেন তিনি।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : গাদ্দাফিকে হত্যায় ফ্রান্সের জড়িত থাকার কথা ফাঁস
---------------------------------------------------------------------

বাবা আকিহিতো সিংহাসন ত্যাগের পর নারুহিতো গত ১ মে দায়িত্ব বুঝে নেন। কিন্তু মূল আনুষ্ঠানিকতা বাকি ছিল। তার সিংহাসন অভিষেকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১৭০টি দেশের প্রতিনিধি।

আকিহিতো ৮৫ বছর বয়সে গত ৩০ এপ্রিল স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন। বয়স ও অসুস্থতার কারণে তিনি এই সিদ্ধান্ত নেন। স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করা জাপানের প্রথম সম্রাট তিনি।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
সামরিক সহযোগিতা বাড়াতে জাপান-যুক্তরাষ্ট্র বৈঠক
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল চীন-ফিলিপাইন-জাপানও
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
X
Fresh