• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে কবর খুঁড়তে গিয়ে মিললো জীবিত নবজাতক!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ অক্টোবর ২০১৯, ১৯:৩৫
শিশু
ছবি: সংগৃহীত

নিজের সদ্যোজাত মৃত কন্যা সন্তানকে কবর দিতে নিয়ে যান রীতেশ কুমার সিরোহি নামের এক ব্যবসায়ী। কোদাল দিয়ে খুঁড়তে থাকেন কবরের মাটি। কিন্তু কিছুদূর খোঁড়ার পর হঠাৎ একটি মাটির পাত্রে আঘাত লাগে কোদালের। তারপর হাত দিয়ে মাটি সরিয়ে সেখানে খুঁজে পান এক সদ্যোজাত জীবিত কন্যা শিশু।

এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বরিলিতে। এরপর ওই সন্তানকে উদ্ধার করে দুধ খাওয়ান শিশুটিকে। পরে মেয়েটিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা সম্পর্কে পুলিশ সুপার অভিনন্দন সিংয় বলেছেন, সিরোহির স্ত্রী বৈশালি বরেলি’র সাব ইন্সপেক্টর।

তিনি বলেন, বুধবার প্রসব যন্ত্রণা নিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সারোহির স্ত্রী। বৃহস্পতিবার তিনি সাত মাসের এক প্রি-ম্যাচিওর সন্তানের জন্ম দেন। জন্মের কয়েক মিনিট পরেই সদ্যজাত সন্তানের মৃত্যু হয়। নিজের সন্তানকে কবর দিতে গিয়েই এরপর ঘটে অত্যাশ্চর্য ঘটনা। মাটি খুঁড়তেই বেরিয়ে আসে মাটির পাত্রে শোয়ানো সদ্যজাত কন্যা সন্তানটি। তখনও ধুকপুক করছে তার হৃদপিণ্ড।

এরপরেই শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে অমানবিক অভিভাবকদের।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যোগগুরু রামদেবকে ভারতীয় সুপ্রিম কোর্টের তলব
‘ভারতের আইনশৃঙ্খলার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে’
১৭ কবরের মাটি সরানো, এলাকায় চাঞ্চল্য
৮ দিনেও দস্যুদের সঙ্গে যোগাযোগ করা যায়নি
X
Fresh