• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বুরকিনা ফাসোয় মসজিদে হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ অক্টোবর ২০১৯, ১৪:৫৩
জিহাদি
ছবি: সংগৃহীত

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে একটি মসজিদে এক হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সালমোসি গ্রামের গ্র্যান্ড মসজিদে নামাজরতদের ওপর ওই হামলা চালায় বন্দুকধারীরা।

মালির সীমান্তবর্তী ওই গ্রামটির মসজিদে এই হামলার পর স্থানীয় অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে যান। গত কয়েক বছরে দেশটিতে শত শত ব্যক্তি নিহত হয়েছে, অধিকাংশই জিহাদিদের হাতে।

ওই গ্রামের পার্শ্ববর্তী গরম-গরম শহরের একজন বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সকাল থেকেই লোকজন ওই এলাকা ছাড়তে শুরু করেছে। তিনি বলেন, হামলার পর সেখানে ‘সেনাসদস্য পাঠানো হলেও ভয়ের পরিস্থিতি’ বিরাজ করছে।

এদিকে কেউই এখন পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি।

২০১৫ সাল থেকে ‍বুরকিনা ফাসোয় জিহাদি হামলা বৃদ্ধি পেয়েছে। এর ফলে হাজার হাজার স্কুল বন্ধ হয়ে গেছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, গত তিন মাসে প্রায় আড়াই লাখ মানুষ বুরকিসা ফাসো ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

এর আগে গত সপ্তাহে বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে একটি স্বর্ণ খনিতে এক হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছিল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুরকিনা ফাসোতে নামাজের সময় মসজিদে হামলা, বহু নিহত
বুরকিনা ফাসোতে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৫
X
Fresh