• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দিল্লিতে মোদির ভাইঝির রুপি ও মোবাইল ফোন ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ অক্টোবর ২০১৯, ১৮:৫৭
ভারত, নরেন্দ্র মোদি
ছবি: ভারতের গণমাধ্যম আনন্দবাজার

ভারতের দিল্লিতে দুটি ফোন ও ৫৬ হাজার রুপিসহ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ভাইঝি দময়ন্তি বেন মোদির ব্যাগ ছিনতাই হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসার কাছাকাছি। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের।

দময়ন্তি শনিবার সকালে ব্যক্তিগত কাজে অমৃতসর থেকে নয়াদিল্লি আসেন। সিভিল লাইন এলাকার গুজরাটি সমাজ ভবনে তিনি একটি রুম আগে থেকেই বুক করেন। এদিন হোটেলটিতে ঢোকার সময় তার ব্যাগ কেড়ে নেয় ছিনতাইকারীরা। তিনি তাৎক্ষণিক স্থানীয় থানায় ছিনতাইয়ের অভিযোগ করেন।

তিনি পুলিশকে জানান, ছিনতাইকারীরা বাইকে ছিল। তাদের মুখ কাপড়ে ঢাকা ছিল। তারা হঠাৎ তার হাতে থাকা দুটি মোবাইল ফোন এবং রুপির ব্যাগটি টেনে নিয়ে পালিয়ে যায়।

মোদির ভাইঝি জানান, তার ব্যাগে ৫৬ হাজার রুপি এবং বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। পুলিশ তাকে তার অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছে। তিনি গণমাধ্যমকে জানান, এদিন সন্ধ্যায় তার আরেক জায়গায় যাওয়ার কথা ছিল।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
গুজরাটের বিপক্ষে দিল্লির ব্যাট টু ব্যাক জয়
অক্ষরের বিদায়ের পর পান্থের তাণ্ডব, বড় পুঁজি দিল্লির
প্রতিশোধ নিতে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠালো গুজরাট
X
Fresh