• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাহিত্যে ২০১৮ ও ২০১৯ সালের নোবেল পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ অক্টোবর ২০১৯, ১৭:১৬
সাহিত্য, নোবেল পুরস্কার
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

সাহিত্যে একসঙ্গে ২০১৮ ও ২০১৯ সালের নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। সাহিত্যে গত বছরের নোবেল পুরস্কার পেয়েছেন পোল্যান্ডের লেখিকা ওলগা তোকারচুক। চলতি বছরের পুরস্কারটি পেয়েছেন অস্ট্রেলিয়ার লেখক পিটার হ্যান্ডকে।

দ্য নোবেল প্রাইজ নামের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে তাদের পুরস্কার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একটি যৌন নির্যাতন কেলেঙ্কারির জন্য গত বছর সাহিত্যের নোবেল পুরস্কার স্থগিত ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।

তোকারচুক গত বছর ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ জিতেছিলেন। ৫৭ বছর বয়সী তোকারচুককে তার প্রজন্মের শীর্ষ ঔপন্যাসিক মনে করা হয়। তিনি বাস্তবতা ও কল্পনার মিশ্রণে উপন্যাস লেখেন। তবে এক্ষেত্রে কল্পনাগুলোর সূত্রপাত বাস্তবতা থেকেই।

চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া অস্ট্রেলিয়ার ৭৬ বছর বয়সী নাট্যকার ও ঔপন্যাসিক হ্যান্ডকে তার লেখায় মানবজীবনের অভিজ্ঞতাগুলোকে ভাষাগত কৌতূহলের মাধ্যমে পাঠকদের কাছে তুলে ধরেন বলে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জবি সাহিত্য সংসদের নেতৃত্বে আলিমুল-শাহরিয়ার
কুয়েতে প্রবাস বাংলার বিশেষ সম্মাননা ও সাহিত্য বিতরণ 
৯ ফেব্রুয়ারি বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫ বছর পূর্তি উৎসব
‘খালেদা জিয়া আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাজ বন্ধ করেছিলেন’
X
Fresh