• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান: ইমরানকে সি চিনপিং

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ অক্টোবর ২০১৯, ২৩:৩০
পাকিস্তান, চীন
ছবি: চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া

শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বললেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর চীন সফরকালে বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তাকে এই কথা বলেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং।

বুধবার এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এসব কথা জানায় পাকিস্তানের গণমাধ্যম দ্য নিউজ।

চীনের প্রেসিডেন্ট জানান, তিনি অধিকৃত কাশ্মীরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এই বিষয়ে পাকিস্তানকে সমর্থন দেবেন।

তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চীন-পাকিস্তানের সম্পর্কের কথা তুলে ধরায় ইমরান খানের প্রশংসা করেন।

বিভিন্ন ক্ষেত্রে চীন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক আছে বলেও উল্লেখ করেন চীনের প্রেসিডেন্ট।

এসময় ইমরান খান বলেন, কঠিন অর্থনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসায় চীনের আর্থিক সহযোগিতার কথা কখনও ভুলবে না পাকিস্তান।

তিনি বলেন, পাকিস্তানের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কখনও কিছু করেনি চীন। এছাড়া পাকিস্তানকে কোনও শর্ত ছাড়াই সাহায্য করে আসছে চীন।

সি চিনপিং আগামী ১১-১২ অক্টোবর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠেয় এক বৈঠকে যোগদান করবেন। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হবে তার।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh