• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পর্যটন ভিসা চালুর দশদিনেই সৌদি আরবে ২৪ হাজার পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ অক্টোবর ২০১৯, ২৩:৪৯
সৌদি আরব, পর্যটন ভিসা
ছবি: পাকিস্তানের গণমাধ্যম ডন

সৌদি আরব প্রথমবারের মতো পর্যটন ভিসা চালুর করার দশদিনের মধ্যেই দেশটিতে প্রবেশ করেছে ২৪ হাজার পর্যটক। মঙ্গলবার সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়। পাকিস্তানের গণমাধ্যম ডনের।

সৌদি আরব তেলের ওপর অর্থনৈতিক নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ২৭ সেপ্টেম্বর পর্যটন ভিসা চালু করে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে টেলিভিশনটির খবরে ২৪ হাজার পর্যটকের দেশটিতে প্রবেশের তথ্য জানানো হয়।

অত্যধিক রক্ষণশীল ইসলামী রাষ্ট্রটিতে ২৭ সেপ্টেম্বরের আগে শুধু হজ ও ওমরাহ পালনকারী, বিদেশি শ্রমিক প্রবেশ করতে পারত। তবে সম্প্রতি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে দর্শক হিসেবেও দেশটিতে প্রবেশ করেছে অনেকেই।

বিদেশি পর্যটকদেরকে উৎসাহিত করতে কর্তৃপক্ষ রোববার ঘোষণা করে, অবিবাহিত বিদেশি পুরুষ ও নারীরা একই রুমে থাকতে পারবে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ ৪৯টি দেশের মানুষকে পর্যটন ভিসা দেবে সৌদি কর্তৃপক্ষ।

তেলের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হিসেবে সৌদি আরবকে গড়ে তুলতে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ সংস্কার কর্মসূচির অংশ হিসেবে পর্যটন ভিসা চালু করা হয়েছে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
X
Fresh