• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আফগানিস্তানে আল কায়েদার সাউথ এশিয়ান শাখার নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ অক্টোবর ২০১৯, ২৩:১৮
আল কায়েদা, আফগানিস্তান
ছবি: পাকিস্তানের গণমাধ্যম ডন

আল কায়েদার সাউথ এশিয়ান শাখার নেতা অসিম উমার দক্ষিণ আফগানিস্তানে পরিচালিত মার্কিন ও আফগান সৈন্যদের যৌথ অভিযানে নিহত হয়েছেন। খবর পাকিস্তানের গণমাধ্যম ডনের।

আফগান কর্মকর্তারা মঙ্গলবার নিশ্চিত করেছে যে ২৩ সেপ্টেম্বর হেলমান্দ প্রদেশের মুসা কালা জেলায় তালেবানের এক কম্পাউন্ডে পরিচালিত এই অভিযানে তিনি হয়েছেন।

উমার ২০১৪ সালের শুরু থেকে আল কায়েদা ইন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের (একিউআইএস) নেতৃত্ব দিচ্ছিলেন। এই অভিযানে তিনি এবং একিউআইএসের ছয় সদস্য নিহত হন।

আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) টুইটারে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, তালেবানের সঙ্গে সম্পর্ক ছিল আল কায়েদার সাউথ এশিয়ান শাখার নেতা উমারের।

তালেবানের এই কম্পাউন্ডে চালানো অভিযানটি ২২-২৩ সেপ্টেম্বর পরিচালিত দীর্ঘ ও বিভ্রান্তিকর রাত্রিকালীন অপারেশনের অংশ ছিল। এই অপারেশনে যুক্তরাষ্ট্র বিমান সহায়তা দেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই অপারেশন চলাকালে এক বিমান হামলায় শিশুসহ ৪০ বেসামরিক নাগরিকের নিহতের খবরগুলো তদন্ত করছে তারা।

এনডিএস জানায়, নিহত একিউআইএস সদস্যদের একজন হলেন রায়হান। তিনি আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির বার্তাবাহক হিসেবে কাজ করতেন।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাটিং বিপর্যয়ে ১৮৮ রানে অলআউট বাংলাদেশ
দ্বিতীয় সেশনেই ঘুরে দাঁড়ালো শ্রীলঙ্কা
সিরিজ স্থগিত করায় অস্ট্রেলিয়াকে কড়া বার্তা আফগানিস্তানের
আবারও আফগানিস্তান সিরিজ স্থগিত অস্ট্রেলিয়ার
X
Fresh