• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

৯/১১ ছিল যুক্তরাষ্ট্রের সাজানো হামলা: মার্কিন বিশ্লেষক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ অক্টোবর ২০১৯, ২২:৩৯
যুক্তরাষ্ট্র, ইরাক
ছবি: সংগৃহীত

ইসরায়েলবিরোধী ইরাক এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে আগ্রাসন চালানোর লক্ষ্যে ৯/১১ ছিল যুক্তরাষ্ট্রের সাজানো হামলা।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং বিশ্লেষক জেমস হেনরি ফেটজার ইরানের প্রেস টিভিকে একথা বলেছেন।

ফেটজার সোমবার বলেন, ইরাকের জনগণের দৈনন্দিন জীবনে প্রভাব বিস্তারকারী চলমান অর্থনৈতিক সঙ্কটের জন্য দায়ী যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘবদ্ধভাবে চালানো ৯/১১ হামলার অবধারিত ফল হলো ইরাকে চলমান অর্থনৈতিক সঙ্কট।

এই বিশ্লেষক বলেন, যুক্তরাষ্ট্রের সিআইএ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে ৯/১১ সাজিয়েছিল।

তিনি জানান, ৯/১১ এর তাৎক্ষণিক পরিণতি হিসেবে আমেরিকান কর্মকর্তাদের ইরাকে আগ্রাসন চালানোর কারণ দেশটির তেল সম্পদ।

ছবি: ইরানের গণমাধ্যম প্রেস টিভি

ফেটজার বলেন, ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের চালানো ধ্বংসযজ্ঞ প্রকৃতপক্ষে জঘন্য এবং হতাশাজনক।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখানে যা করেছে, তা কখনও ভুলবে না বিশ্ব। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি কালোদাগ হিসেবে থাকবে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ মান সোমবার নিশ্চিত করেছে যে দেশটিতে চলমান বিক্ষোভে ১০৪ জন নিহত হয়েছেন।

তিনি জানান, নিহতদের মধ্যে আটজন নিরাপত্তা কর্মকর্তা আছেন। এছাড়া এই বিক্ষোভে আহত হয়েছেন ছয় হাজারের বেশি মানুষ।

মানুষের সমাবেশ দ্রুত দাঙ্গায় পরিণত হচ্ছে এবং কিছু বিক্ষোভকারী ইতোমধ্যে দেশটির সরকারি সম্পদ ভাংচুর শুরু করেছেন।

এছাড়া কিছু বিক্ষোভকারী বাগদাদের গ্রিন জোনে প্রবেশের চেষ্টা করছে। এখানেই সরকারি ভবন এবং বিদেশি কূটনৈতিক মিশনগুলো অবস্থিত।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
গাজায় এক কবর থেকেই উঠে আসছে শত শত লাশ
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
X
Fresh