• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মরক্কোতে বোরকা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ জানুয়ারি ২০১৭, ১৮:৫৭

মরক্কোতে পুরো মুখ ঢাকা বোরকা তৈরি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ তবে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি৷ খবর বিবিসির।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যম এলই৩৬০ নিউজ সাইটকে বলেন, আমরা মরক্কোর সব শহরে বোরকা আমদানি, উৎপাদন ও বিক্রি বন্ধের পদক্ষেপ নিয়েছি৷

নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডে দুষ্কৃতিকারীরা নিয়মিত এ পোশাক ব্যবহার করে। এ সপ্তাহেই সিদ্ধান্ত কার্যকর সংক্রান্ত কার্যক্রম শুরু হবে।

বার্তা সংস্থা এএফপি বলছে, উত্তর আফ্রিকার দেশটির সরকারের এ সিদ্ধান্ত কাসাব্লাঙ্কা শহরের ব্যবসায়ীদের জানানো হয়েছে৷ আরো কয়েকটি শহরের ব্যবসায়ীদেরও জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh