• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সৌদির হারামাইন হাই-স্পিড রেল স্টেশনে ভয়াবহ আগুন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩১

সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দার হারামাইন হাই-স্পিড রেলস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় দুপুর সাড়ে ১২টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স সার্ভিস।

সিভিল ডিফেন্স এক টুইটে জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দমকল বাহিনীর কর্মীরা এখনও আগুন নেভানোর চেষ্টা করছে বলেও জানিয়েছে তারা।

সৌদির আল আরাবিয়া টিভি এবং মক্কা অঞ্চল ওই ঘটনার পর টুইটারে বেশ কয়েকটি ভিডিও আপলোড করে। সেখানে দেখা গেছে, স্টেশনে ছাদ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং পাশেই হেলিকপ্টার উড়ছে।

৪৫০ কিলোমিটার দৈর্ঘ হারামাইন রেলওয়ে দুই পবিত্র শহর মক্কা ও মদিনাকে যুক্ত করেছে। ৭৩০ কোটি ডলারের এই রেললাইন গত বছরের সেপ্টেম্বরে চালু করা হয়।

উল্লেখ্য, সৌদি তার তেল নির্ভরতা কমিয়ে এনে পর্যটন খাতকে চাঙা করার যে পরিকল্পনা হাতে নিয়েছে এই রেলস্টেশন সেটিরই অংশ।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
X
Fresh