• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অনুপ্রবেশকারীদের তাড়িয়ে বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দুদের আনা হবে: বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৯
বাংলাদেশ, ভারত
ফাইল ফটো (সংগৃহীত)

অনুপ্রবেশকারীদের তাড়িয়ে বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দুদের আনা হবে বলে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ন্যাশনাল জেনারেল সেক্রেটারি কৈলাস বিজয়বর্গীয়।

তিনি বুধবার পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে এই কথা জানান বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার স্পষ্ট করে বলছেন, বাংলায় এনআরসি (ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস) তালিকা করা হবে না।

কিন্তু কৈলাস বিজয়বর্গীয় এদিন জোর দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে এনআরসি হবেই। ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দুদের এদেশে জায়গা দেয়া হবে।

তিনি বলেন, দ্রুতই নাগরিকত্ব বিল আনা হবে। তারপর এনআরসি আনা হবে। এছাড়া যাদবপুর বিতর্কের জেরে শিক্ষামন্ত্রীর সমালোচনা করেন তিনি।

এদিকে এনআরসি আতঙ্কে আত্মহত্যার সংখ্যা বেড়েই চলেছে। গতকাল পর্যন্ত কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে।

বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার বলেন, আমরা এনআরসিকে ইস্যু করিনি। এনআরসি নিয়ে কি আমরা রাস্তায় নেমেছি?

তিনি বলেন, মুখ্যমন্ত্রী এনআরসিকে ইস্যু করেছেন। এনআরসি আতঙ্কে যদি কারও মৃত্যু হয়, তবে তার দায় মুখ্যমন্ত্রীর।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারে গৃহযুদ্ধ : বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য
X
Fresh