• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্পের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে বিতর্কিত মোদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০১
ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে আয়োজিত জনসভায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে বিতর্কিত হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর বিবিসি বাংলার।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা আনন্দ শর্মার অভিযোগ, হাউডি মোদি নামের এই মেগা-ইভেন্টে ট্রাম্পের পক্ষে প্রধানমন্ত্রীর প্রকাশ্যে দেয়া স্লোগান ভারতীয় বিদেশ নীতির পরিপন্থী।

তিনি টুইট করে প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের নীতি বরাবরই ছিল দ্বিদলীয়। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে ভারত কখনো একটি দলের প্রতি পক্ষপাত দেখায়নি।

তিনি আরও দাবি করেন, ট্রাম্পের হয়ে স্লোগান দিয়ে মোদি আসলে দুই দেশেরই সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মর্যাদা খর্ব করেছেন।

কংগ্রেসের মুখপাত্র ব্রিজেশ কালাপ্পা বলেন, এটি স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হস্তক্ষেপ। এছাড়া দেশটিতে বসবাসকারী ভারতীয়রা বরাবরই ডেমোক্র্যাটদের সমর্থক।

ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

তিনি বলেন, কোনও রিপাবলিকান প্রেসিডেন্ট যদি ইন্দো-আমেরিকানদের ভোট পেতেও চান, তবে মোদি কেন তার ফাঁদে পা দেবেন?

ভারতের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ওমপ্রকাশ মিশ্র বলেন, কূটনীতিতে এটা খুবই বিরল একটা ঘটনা। আরও অভূতপূর্ব হলো একে অপরের পিঠ চাপড়ানি হলেও দেয়া-নেয়া হচ্ছে সম্পূর্ণ একপাক্ষিক।

তিনি বলেন, ট্রাম্প এমন কিছু বলেননি যা মোদি সরকারকে ভারতের ভেতরে সাহায্য করবে। অথচ মোদি ঘোষণা করে দিলেন ‘আবকি বার ট্রাম্প সরকার’।

তিনি আরও বলেন, আমার ধারণা এতে ভারতের বিদেশ নীতির ওপর মানুষের যে আস্থা ছিল, তা কিছুটা হলেও দুর্বল হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভারত সম্পর্কে একটা ভুল বার্তা পেলো।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী দিবস উপলক্ষে ভারতে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
বাংলাদেশের চেয়েও ভারতে বেকারত্বের হার বেশি : রাহুল গান্ধী
সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানার পাশাপাশি ব্যবসা বন্ধ ট্রাম্পের
X
Fresh