• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে জনসভায় ট্রাম্প-মোদি পরস্পরের ভূয়সী প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫১
নরেন্দ্র মোদি, ডোনাল্ড ট্রাম্প, প্রশংসা
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক জনসভায় অংশগ্রহণ করে একে অন্যের ভূয়সী প্রশংসা করেছেন। রোববার হিউস্টনে প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত হওয়া র‍্যালিটিকে ‘ঐতিহাসিক ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প।

ইভেন্টটির শিরোনাম ছিল ‘হাউডি মোদি’, যেটিকে যুক্তরাষ্ট্রে কোনও বিদেশি নেতাকে সংবর্ধনা জানানোর অন্যতম বৃহত্তম আয়োজন হিসেবে বলা হচ্ছে। মোদি ও ট্রাম্প স্টেজে ওঠার আগে ৪০০ জন পারফর্মার ৯০ মিনিট স্টেজে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করেন।

ট্রাম্প দর্শকদের উদ্দেশ্যে বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে মহান, একনিষ্ঠ ও সবচেয়ে বিশ্বস্ত বন্ধুদের একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে টেক্সাসে পেয়ে আমি রোমাঞ্চিত। মোদি তার বক্তব্যে বলেন, হোয়াইট হাউজে ‘ভারতের একজন সত্যিকারের বন্ধু’ রয়েছে।

ট্রাম্পকে ‘উষ্ণ, বন্ধুবৎসল, তেজদীপ্ত ও রসবোধসম্পন্ন’ বলে প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী। এই র‍্যালি দুই নেতার জন্যই ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

২০২০ সালের নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এটি ছিল ভারতীয়-আমেরিকান নাগরিকদের আস্থা অর্জনের একটি সুযোগ। ওই নির্বাচনে টেক্সাসে কঠিন লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎ ও দুই নেতার আন্তরিক ছবির মাধ্যমে ভারতের অভ্যন্তরে নেয়া সাম্প্রতিক কঠোর নীতির বিরুদ্ধে তৈরি হওয়া সমালোচনা হয়তো কাটিয়ে উঠতে পারবেন ভারতের প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী এই সফরের প্রধান উদ্দেশ্য বাণিজ্য বিষয়ক আলোচনা এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়া। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন এবং মন্তব্য করেন যে, তিনি ভারত ও ভারতের মানুষের জন্য ‘ব্যতিক্রমী’ অবদান রেখেছেন।

যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের প্রতি ট্রাম্প বলেন, আমরা আপনাদের আমেরিকান নাগরিক হিসেবে পেয়ে গর্বিত। তবে কাশ্মীরের প্রতি কঠোর নীতি অবলম্বন করায় এ সপ্তাহে জাতিসংঘের সাধারণ সভায় মোদি কিছুটা রুক্ষ অভ্যর্থনা পেতে পারেন।

অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের উত্তেজনার সঙ্গে কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের সীমান্তে চলমান অস্থিরতার তুলনা করেন। ট্রাম্প বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র বোঝে যে নিজেদের মানুষকে নিরাপদ রাখতে, আমাদের সীমান্তে সুরক্ষা নিশ্চিত করতে হবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন গিলক্রিস্ট
চঞ্চলের প্রশংসায় মীর আফসার আলী
ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
X
Fresh