• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিশরে সিসিকে সরাতে বিক্ষোভ অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৩
মিশর, সিসি
ছবি: সংগৃহীত

মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসিকে ক্ষমতা থেকে সরাতে দেশটির জনগণের বিক্ষোভ অব্যাহত আছে। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির।

তিনি ২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম তার বিরুদ্ধে বিক্ষোভ দেখা গেল। শুক্রবার তার পদত্যাগের দাবিতে কায়রোর তাহরির স্কয়ারে বিক্ষোভ শুরু হয়।

এই তাহরির স্কয়ারে ২০১১ সালে মিশরীয় বিপ্লব শুরু হয়। এখানেই শুক্রবার জড়ো হয় কয়েকশ’ বিক্ষোভকারী। পরে মিশরের সব জায়গায় বিক্ষোভ দেখা যায়।

সিসির সরকারের দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ থেকে অন্তত ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : সৌদিকে ‘রক্ষায়’ আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
---------------------------------------------------------------------

দেশটির প্রধানকে বিলাসবহুল জীবনযাপনে কয়েক মিলিয়ন মিশরীয় পাউন্ড অর্থ ব্যয়ের দায়ে অভিযুক্ত করেন মোহামেদ আলি নামের এক ব্যবসায়ী ও অভিনেতা।

এই মিশরীয় অনলাইনে একাধিক ভিডিও পোস্টে জানান, জনগণ দরিদ্রতার সঙ্গে বাস করছে আর দেশের প্রধান বিলাসবহুল বাসভবন ও হোটেলে অর্থ ব্যয় করছেন।

মিশর সাম্প্রতিক বছরগুলোতে কঠোর অর্থনৈতিক নীতি অনুসরণ করেছে। তবে প্রেসিডেন্ট সিসি অভিযোগগুলোকে মিথ্যা ও অপবাদ বলে উড়িয়ে দিয়েছেন।

শুক্রবার মিশরে টুইটারের ট্রেন্ডিং লিস্টের শীর্ষে ছিল ‘সিসি আউট’ এবং ‘জনগণ সরকারকে উৎখাত করতে চায়’। একপর্যায়ে বিক্ষোভকারীরা তাহরির স্কয়ারে জড় হয়।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
ঘর সাজাবে ‘সিসিলিই’
ডিএনসিসির স্বাস্থ্যসেবার উন্নয়নে সহায়তার আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার
X
Fresh