• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত দুই, আহত আট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৪
যুক্তরাষ্ট্র, বন্দুক হামলা
ছবি: যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক বারে বন্দুক হামলায় দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর দেশটির সংবাদ সংস্থা এপির।

ল্যানচেস্টার কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, সংস্থাটি শুক্রবার দিনগত রাত পৌনে তিনটায় এক বারে বন্দুক হামলার ঘটনা তদন্ত করছে।

ওল্ড স্কুল স্পোর্টস বার & গ্রিলের বাইরে এই হামলা চালানো হয়। এসময় এই বারের বাইরে ও ভেতরে অসংখ্য মানুষ অবস্থান করছিল।

দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। চারজন আহতকে উন্নত চিকিৎসার জন্য বিমানযোগে অঞ্চলটির বাইরের হাসপাতালে নেয়া হয়।

গুরুতর আহত না হওয়ায় অন্য চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া সামান্য আহত একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ঈশ্বরের কাছাকাছি পৌঁছাতে জর্জিয়ার ক্যাটসখি স্তম্ভের গির্জায় যান সন্ন্যাসীরা
---------------------------------------------------------------------

এই বন্দুক হামলায় হতাহতদের নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। হামলাকারী একজন ছিলেন কিনা জানে না বলেও বিবৃতিটিতে উল্লেখ করে কর্তৃপক্ষ।

তদন্তকারীরা এক সন্দেহভাজন সম্পর্কে বেশকিছু তথ্য পেয়েছেন। কিন্তু এই হামলায় জড়িত থাকার দায়ে এখনও কোনও সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়নি।

শেরিফ ব্যারি ফাইলে এক বিবৃতিতে বলেন, আমরা যেভাবেই হোক এই হামলার সঙ্গে জড়িতদেরকে গ্রেপ্তার করতে চাই। এজন্য প্রত্যক্ষদর্শীদের বক্তব্য প্রয়োজন।

এই সম্পর্কে যে বা যারা যা জানেন, তা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করছি বলেও বিবৃতিটিতে উল্লেখ করেন তিনি।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
ইরানের হামলার জবাব কীভাবে দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র
X
Fresh