• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আফগানিস্তানে মার্কিন সমর্থিত ড্রোন হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৯
আফগানিস্তান, আইএস, ড্রোন হামলা, বেসামরিক মানুষ নিহত
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে মার্কিন সমর্থিত ড্রোন হামলায় কমপক্ষে ৩০ জন বেসামরিক ব্যক্তি এবং আরও ৪০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলে নানগারহার প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনী ওই বিমান হামলা চালায়। খবর খালিজ টাইমসের।

তিনজন আফগান কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আইএস জঙ্গিদের একটি গোপন আস্তানা লক্ষ্য করে বুধবার রাতে ওই বিমান হামলা চালানো হয়। কিন্তু ভুলক্রমে পার্শ্ববর্তী একটি জমির কৃষকদের ওপর ওই হামলা চালানো হয়।

অস্থিতিশীল নানগারহার প্রদেশের প্রাদেশিক পরিষদের একজন সদস্য সোহরাব কাদেরি বলেছেন, পাইন বাদাম ক্ষেতে একটি ড্রোন হামলায় ৩০ জন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও ৪০ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই হামলার কথা নিশ্চিত করেছে। তবে হতাহতের সংখ্যা কত সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেছে তারা।

এদিকে মার্কিন বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি সেনা কর্মকর্তার মৃত্যু
দ্বিতীয় মেয়াদে আইএসইউর উপাচার্য ড. আব্দুল আউয়াল
ইরানের এক রাতের হামলা ঠেকাতে যত খরচ ইসরায়েলের
আইএসের হুমকি, পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা জোরদার
X
Fresh