• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৯
আফগানিস্তান, তালেবান, ট্রাক বোমা হামলা,হাসপাতাল
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে একটি ট্রাক বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত এবং আরও ৯৫ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় আফগানিস্তানে একটি হাসপাতালের কাছে তালেবান এই হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের

চলতি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই ভয়াবহ হামলা চালাচ্ছে তালেবান। তারা জানিয়েছে, জাবুল প্রদেশের রাজধানী কালাতে একটি সরকারি গোয়েন্দা সংস্থার ভবন লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।

কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, জঙ্গিদের টার্গেট ছিল দেশের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা সংস্থা দ্য ন্যাশনাল ডিরেক্টরিয়েট অব সিকিউরিটির একটি প্রশিক্ষণ ঘাঁটি। কিন্তু তারা একটি হাসপাতালের গেটের কাছে বিস্ফোরকবোঝাই ওই ট্রাকটি পার্ক করেছিল।

কালাত প্রাদেশিক পরিষদের একজন সদস্য হাজি আত্তা জান হাকবায়ান বলেছেন, বিস্ফোরকের স্থান থেকে ২০ জনের মৃতদেহ এবং ৯৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। কেননা উদ্ধারকারীরা ধসে পড়া ভবনের নিচে এখনও মৃতদেহ খুঁজছেন।

ভয়াবহ ওই বিস্ফোরণে হাসপাতালের বেশ কয়েকজন নারী, শিশু, স্বাস্থ্যকর্মী ও রোগী গুরুতর আহত হয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
X
Fresh