• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মমতাকে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের জন্য কিছু করার আশ্বাস মোদির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:২০
নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: ভারতের গণমাধ্যম এনডিটিভি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যটির নাম পরিবর্তনের জন্য কিছু করার আশ্বাস দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্থানীয় সময় বুধবার বিকেলে নয়াদিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠককালে তাকে এই আশ্বাস দেন দেশটির প্রধানমন্ত্রী। খবর এনডিটিভির।

বৈঠক শেষে মমতা জানান, রাজ্যের নাম পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন। প্রধানমন্ত্রী এটি নিয়ে কিছু করবেন বলে জানিয়েছেন।

তিনি জানান, মোদিকে দুর্গাপূজার পর পশ্চিমবঙ্গে এসে একটি বৈঠক করার আমন্ত্রণ জানিয়েছেন। বাংলার অর্থনৈতিক উন্নতি নিয়েও কথা হয়েছে।

সংসদের বাজেট অধিবেশনে রাজ্যের নাম পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তবে এতে সম্মতি দেয়া হয়নি কেন্দ্রের পক্ষ থেকে।

পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তে কেন্দ্রের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়ান মমতা। এই বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক মতভেদ সরিয়ে রেখে কেন্দ্র ও রাজ্যের একসঙ্গে কাজ করা সাংবিধানিক বাধ্যবাধকতা।

বিজেপির অভিযোগ, কলকাতার সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমারকে বাঁচানোর শেষ চেষ্টা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার এই বৈঠক।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
X
Fresh