• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তিন কিশোরকে বলাৎকারের পর হত্যায় উত্তাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৫
পাকিস্তান, পাঞ্জাব
ছবি: পাকিস্তানের গণমাধ্যম ন্যাশনাল কুরিয়ার

পাকিস্তানের পাঞ্জাবের কসুর জেলায় তিন নিখোঁজ কিশোরকে বলাৎকারের পর হত্যায় উত্তাল হয়েছে গোটা দেশ। খবর স্থানীয় গণমাধ্যম ডনের।

মঙ্গলবার জেলাটির চুনিয়ান এলাকায় এই তিন নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তাদেরকে হত্যার আগে বলাৎকার করা হয়।

বুধবার স্থানীয়রা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে। এই ঘটনায় চুনিয়ানের দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকাটি থেকে শিশু নিখোঁজ হওয়ার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে নেয়নি পুলিশ। তাই তারা চুনিয়ান পুলিশ স্টেশন ঘেরাও করে।

গণমাধ্যমটি জানায়, গত জুন থেকে সোমবার আট থেকে ১২ বছরের চার কিশোর নিখোঁজ হয়। গত সোমবার নিখোঁজ হয় আট বছরের ফাইজান।

ছবি: পাকিস্তানের গণমাধ্যম ডন

এর আগে ৩ জুন রানা টাউন থেকে ১২ বছরের মুহাম্মাদ ইমরান, গাউসিয়াবাদ থেকে ৮ আগস্ট নয় বছরের আলি হুসনাইন এবং ১৭ আগস্ট আট বছরের সুলেমান আকরাম নিখোঁজ হয়।

মঙ্গলবার উদ্ধার হওয়া তিন মরদেহের একটি ফাইজানের বলে শনাক্ত হয়েছে। অপর দুটি মরদেহ আলি ও সুলেমানের বলে মনে করা হচ্ছে। ইমরান সম্পর্কে কোনও তথ্য এখনও পায়নি পুলিশ।

মরদেহগুলো উদ্ধারের আগে শিশু নিখোঁজের ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে না নেয়ায় চুনিয়ান ডিএসপি নাইম ওয়ারাক এবং চুনিয়ান সিটি এসএইচও ইরফান গিলকে বরখাস্ত করেছেন পাঞ্জাব ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আরিফ নওয়াজ খান।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
ভেঙে গেল ভারত-পাকিস্তানের দুই মেয়ের সম্পর্ক
পাকিস্তানিদের সন্তুষ্ট করতে ভারতবিরোধী জিকির তুলছে বিএনপি : পাটমন্ত্রী
‘ভারত বর্জনের ডাকে পাকিস্তান আমলের রাজনীতি চালুর চেষ্টা চলছে’
X
Fresh