• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়ার সীমান্ত রক্ষীদের ওপর হামলা উত্তর কোরিয়ার ক্রুদের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩১
রাশিয়া, উত্তর কোরিয়া
ছবি: রাশিয়ার সংবাদ সংস্থা তাস

জাপান সাগরে রাশিয়ার সীমান্ত রক্ষীদের ওপর হামলা করেছে উত্তর কোরিয়ার এক জাহাজের ক্রু সদস্যরা। এই হামলায় তিনজন আহত হয়েছেন।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) মঙ্গলবার দেশটির সংবাদ সংস্থা তাসকে এসব কথা জানায়।

এফএসবি জানায়, রুশ সীমান্ত রক্ষীদের এক দল পর্যবেক্ষক সদস্যের ওপর সশস্ত্র হামলা করে উত্তর কোরিয়ার জাহাজটির ক্রু সদস্যরা।

আরও জানায়, উত্তর কোরিয়ার জাহাজটিতে ৪৫ জনের বেশি মানুষ ছিল। আহত তিন রুশ সীমান্ত রক্ষীকে নানাভাবে জখম করে হামলাকারীরা।

প্রিমোরিয়ে রিজিওনে এফএসবির সীমান্ত রক্ষীরা এই অবৈধ হামলার ঘটনায় চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেছে।

এফএসবির মতে, জাপান সাগরে রাশিয়ার এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে অনুপ্রবেশ করায় উত্তর কোরিয়ার একাধিক জাহাজ এবং ১১টি মোটরবোট আটক করা হয়েছে।

আটক করা একটি জাহাজে ২১ জন ছিলেন বলেও এফএসবির বরাত দিয়ে জানিয়েছে রাশিয়ার শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাটি।

যুক্তরাজ্যের গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, এই ঘটনায় মস্কোতে উত্তর কোরিয়ার শীর্ষ কূটনীতিককে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

গণমাধ্যমটি জানায়, উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুবই আন্তরিক এবং দুই দেশের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে না বললেই চলে।

এর আগে ২০১৬ সালে জাপান সাগরে রাশিয়ার এক সীমান্ত রক্ষী গুলি করে উত্তর কোরিয়ার এক জেলেকে নিহত এবং আটজনকে আহত করেন।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র
মুখ খুলল রাশিয়া
দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্মত বাংলাদেশ-রাশিয়া
গাজা ও রাশিয়ায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের 
X
Fresh